ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভারতে সেতু ভেঙে বাস নদীতে, নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ২৭ জানুয়ারি ২০১৮

ভারতের মহারাষ্ট্রে সেতু ভেঙে যাত্রীবোঝাই একটি বাস নদীতে পড়ে শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন।

স্থানীয় সময় শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগঙ্গা নদীর উপর ১৩০ বছরের মেয়াদোত্তীর্ণ শিবাজি সেতুতে ওঠার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট নীচে নদীতে পড়ে যায়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বাসটি মহারাষ্ট্রের গণপাতিপুল থেকে পুণে যাচ্ছিল।

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। স্থানীয়রাও উদ্ধার কাজে সাহায্য করেন। তবে ওই বাসে মোট কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। এ ঘটনায় ১১ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে অপর একজন মারা যান। পরে ঘটনাস্থল থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

সূত্র: আনন্দবাজার
একে/ এমজে

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি