ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত পৌনে ৩ লাখের বেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২০ মে ২০২১

Ekushey Television Ltd.

ভারতে করোনায় গত তিন দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। মঙ্গলবার ২ লাখ ৬৩ হাজার, বুধবার ২ লাখ ৬৭ হাজার, বৃহস্পতিবার ২ লাখ ৭৬ হাজার ছিল। তবে দৈনিক মৃত্যু ৪ দিন পর ৪ হাজারের নীচে নেমেছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ১১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪৪০ জন। ৪ হাজারের নীচে নামলেও দৈনিক মৃত্যু সংখ্যাটা এই মুহূর্তে বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। সব মিলিয়ে মোদির দেশে ২ লক্ষ ৮৭ হাজার ১২২ জন প্রাণ হারিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে ২০ লক্ষ ৫৫ হাজার ১০ জনের। এক দিনে পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে পর পর দু’দিন ২০ লাখের বেশি করোনা পরীক্ষা করা হয়েছে।

গত এক সপ্তাহের বেশি সময় দেশটিতে আক্রান্তের থেকে সুস্থ হচ্ছেন বেশি। যার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। সেই হিসেবে এখন সক্রিয় রোগী রয়েছে ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮ জন। 

অপরদিকে, ভারতে টিকাগ্রহণ কর্মসূচি শুরু হয়েছিল জানুয়ারিতে। জানুয়ারি, ফেব্রুয়ারিতে যত লোক প্রতিদিন টিকা পেতেন এখন তার থেকে অনেক কম সংখ্যক লোক টিকা পাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা পেয়েছেন মাত্র ১২ লক্ষ ৪৯০ জন। এখনও পর্যন্ত সেখানে টিকা দেওয়া হয়েছে ১৮ কোটি ৭০ লাখ জনের শরীরে।
সূত্র : আনন্দবাজার
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি