ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১৯ এপ্রিল ২০২১ | আপডেট: ১৫:১০, ১৯ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৫০ লাখ ছাড়ালো। 

এদিকে সেখানে চিকিৎসাধীন রোগির সংখ্যা বর্তমানে ১৯ লাখ ছাড়িয়ে গেছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

স্থানীয় সময় সকাল ৮টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জনে দাঁড়িয়েছে। এদিকে এক দিনে ভারতে নতুন করে আরো ১ হাজার ৬১৯ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৮ হাজার ৭৬৯ জনে দাঁড়ালো।

করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে টানা ৪০ দিন ধরে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। এর ফলে বর্তমানে ভারতে সক্রিয় রোগির সংখ্যা বেড়ে মোট ১৯ লাখ ২৯ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের ১২.৮১ শতাংশ। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার হার হ্রাস পেয়ে বর্তমানে ৮৬ শতাংশে দাঁড়িয়েছে।

ভারতের করোনাভাইরাস সংক্রমণের পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ আগস্ট ২০ লাখের, ২৩ আগস্ট ৩০ লাখের, ৫ সেপ্টেম্বর ৪০ লাখের, ১৬ সেপ্টেম্বর ৫০ লাখের, ২৮ সেপ্টেম্বর ৬০ লাখের, ১১ অক্টোবর ৭০ লাখের, ২৯ অক্টোবর ৮০ লাখের, ২০ নভেম্বর ৯০ লাখের এবং ১৯ ডিসেম্বর ১ কোটির মাইলফলক অতিক্রম করে।

আইসিএমআরের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ১৮ এপ্রিল পর্যন্ত ২৬ কোটি কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৫৪৯ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। দেশটিতে কেবলমাত্র রোববার ১৩ লাখ ৫৬ হাজার ১৩৩ জনের এ ভাইরাস পরীক্ষা করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি