ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে ৮০ শতাংশের পর আর চার্জ নিচ্ছে না আইফোন! কেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ২৮ জুন ২০২২

Ekushey Television Ltd.

৮০ শতাংশের পর আর চার্জ নিচ্ছে না আইফোন! কেন এমনটা হচ্ছে জানাল অ্যাপল সংস্থা। 

কোনও প্রযুক্তিগত সনস্যা নয়, বরং ফোনকে অত্যধিক গরমের হাত থেকে বাঁচাতেই এই নয়া কেরামতি, তা স্পষ্ট করে দিল অ্যাপল সংস্থা।

ইদানীং ভারতের আইফোন ব্যবহারকারীরা বেশ সমস্যার মুখে পড়ছেন। দিল্লিসহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যের তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। গরমে নাজেহাল অবস্থা সেই সব রাজ্যের বাসিন্দাদের! তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সেখানকার আইফোন ব্যবহারকারীরা। ফোনে ১০০ শতাংশ চার্জ দিতে চাইলে ৮০ শতাংশের পরেই বন্ধ হয়ে যাচ্ছে চার্জিং। অনেকেই মনে করছেন, এটা হয়েতো আইফোনের সফ্টওয়্যার সংক্রান্ত কোনও সমস্যা!

কিন্তু এটি প্রযুক্তিগত সমস্যা নয়, বরং ফোনকে অত্যধিক গরমের হাত থেকে বাঁচাতেই এই নয়া কেরামতি, তা স্পষ্ট করে দিল অ্যাপল সংস্থা। সংস্থা মুখপাত্র এ বিষয়ে বলেছেন,‘‘অত্যধিক গরম কিংবা অত্যধিক ঠান্ডা আবহাওয়ায় যাতে গ্রাহকদের আইফোন, আইপ্যাড বা অন্য কোনও অ্যাপল গ্যাজেটের ক্ষতি না হয় এবং ব্যাটারির আয়ুও যাতে বেশি দিন থাকে, তার জন্যেই সফ্টওয়্যারে সামান্য পরিবর্তন এনেছে অ্যাপল।’’

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি