ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে ৮ বাংলাদেশি গ্রেপ্তার, ৩ জন গোপালগঞ্জের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৫:৫০, ১৪ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের বাড়ি গোপাালগঞ্জে বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গের খরদহ থানার তিনটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- বাবলু শেখ, ফারুক শেখ, আলি শেখ। তাদের সবার বাড়ি গোপালগঞ্জে। খরদহ থানার অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা। বাকি পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেনি ভারতীয় পুলিশ।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বৈধ-অবৈধ উপায়ে ভারতে আশ্রয় নিয়েছে এমন অভিযোগের ভিত্তিতে দেশটির অন্তত ১৭ জায়গায় মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযান চালায়। 

এর মধ্যে পশ্চিমবঙ্গের ১২টি জায়গায় অভিযান চালানো হয়। এ সময় দুই বাংলাদেশি এবং তাদের ভারতীয় দোসরকে গ্রেপ্তার করে ইডি। অনুপ্রবেশ ও মানব পাচারে সহায়তার অভিযোগে কলকাতা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে ভারতের বনগাঁ এলাকার পেট্রাপোল সীমান্তের এক ট্যাক্সি ড্রাইভার পিন্টু হালদার ও ট্যাক্স সীমান্ত ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতে সোমবার অভিযান চালিয়েছে ইডি। 

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা পিংকি বসু নামে এক নারীর সন্ধান পায় ইডি। ইডির অভিযোগ, সম্প্রতি শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করেছেন এই নারী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি