ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভারতে ৮ মাসের শিশু ধর্ষণের শিকার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ৩০ জানুয়ারি ২০১৮

ভারতের রাজধানী নয়াদিল্লির পশ্চিমাঞ্চলের সুভাশ নগর এলাকায় ৮ মাসের শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত রোববার এ নির্মম ঘটনাটি ঘটে। এ ঘটনার পর মারাত্মকভাবে আহত ও রক্তাক্ত অবস্থায় ওইদিন সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

এ নির্মম ঘটনার পর পুলিশের কাছে দেওয়া অভিযোগে শিশুটির বাবা বলেন, `আমি অফিসের কাজে বাইরে ছিলাম। পরে বিল্ডিংয়ে এক আত্মীয়ের তত্ত্ববধানে মেয়েকে রেখে আমার স্ত্রীও এক ঘণ্টার জন্য বাইরে যায়। আমার স্ত্রী বাইরে থেকে ফিরে রক্তাক্ত বিছানায় তাকে কাঁদতে দেখেন। এরপর সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

পরিবার সূত্রে পুলিশ গণমাধ্যমকে  জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ২৮ বছর বয়সী ওই ব্যক্তি একই ভবনের বাসিন্দা এবং তাদেরই এক আত্মীয়। 

স্থানীয় পুলিশ জানান,  রবিবার ঘটনাটি ঘটলেও স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর সোমবার তা প্রকাশ্যে আসে। এ ঘটনায় জড়িত ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। সূত্র: এনডিটিভি

 

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি