ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভারত আমাদের বিশ্বস্ত সহযোগী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:২৫, ১৯ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্রকে ভারতের ’বিশ্বস্ত সহযোগী’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে টিলারসন এ মন্তব্য করেন।

টিলারসন বলেন, ‘অনিশ্চয়তা ও উদ্বেগের এই সময়ে বিশ্বমঞ্চে ভারতের বিশ্বস্ত সহযোগী যুক্তরাষ্ট্র।’

টিলারসন তার বক্তব্যে ভারত নীতির বিষয়ে কথা বলেন। এ সময় তিনি চীনের উত্থান, আচরণ ও তৎপরতাকে ‘নিয়মকেন্দ্রিক বিশ্বব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেন।

টিলারসন বলেন, ‘বিকাশমান চীন খুবই কম দায়িত্বশীল আচরণ করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক, নিয়মকেন্দ্রিক ব্যবস্থাকে তুচ্ছ করেছে, যেখানে ভারতের মতো দেশ এমন একটি কাঠামোতে কর্মতৎপরতা চালাচ্ছে যাতে অন্য জাতিগুলোর সার্বভৌমত্ব রক্ষা পাচ্ছে।’

দক্ষিণ চীন সাগরে চীনের উসকানিমূলক আচরণ সরাসরি আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

 

সূত্র: জি নিউজ

এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি