ভারত থেকে প্রথমবারের মত আমদানি হচ্ছে বাঙ্গি
প্রকাশিত : ১৫:৪২, ৬ এপ্রিল ২০২৩
দেশের বাজারে ভালো চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মত ভারত থেকে বাঙ্গি ফল আমদানি করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব বাঙ্গি সরবরাহ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে বন্দর দিয়ে বাঙ্গির এই প্রথম চালান দেশে প্রবেশ করে। আমদানিকারক প্রতিষ্ঠান জানায়, রমজানে চাহিদার কথা বিবেচনা করে প্রথমবারের মত ভারত থেকে বাঙ্গি আমদানি করা হয়েছে।
প্রতিটন বাঙ্গি ১৫০ মার্কিন ডলার মুল্যে আমদানি করা হচ্ছে যা কাস্টমসে প্রতিটন ৬শ মার্কিন ডলার মুল্যে শুল্কায়ন করছে।
এতে করে কেজি প্রতি ৫৫ থেকে ৫৬ টাকার মত শুল্ক পরিশোধ করতে হচ্ছে। আজ বন্দর দিয়ে প্রথম ৬টন ৮শ কেজি বাঙ্গি ফল আমদানি করা হয়েছে।
চাহিদা ও দাম ভালো থাকলে রমজান মাস জুড়েই বাঙ্গি আমদানি করা হবে।
এসবি/
আরও পড়ুন