ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ভারত থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হচ্ছে আজ

প্রকাশিত : ১০:৩৫, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১০:৩৫, ২৩ মার্চ ২০১৬

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হচ্ছে আজ। কিছুক্ষণের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪০০ কেভি ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইনটি দিয়ে ত্রিপুরার পালাটানা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে। লাইনটি বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবা দিয়ে প্রবেশ করেছে। এ সঞ্চালন লাইন নির্মাণে সরকারের খরচ হয়েছে ১৭১ কোটি টাকা। ত্রিপুরা থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সঞ্চালন গেলো ১৬ মার্চ থেকে শুরু হলেও আনুষ্ঠানিকভাবে আমদানি শুরু হবে আজ। পাশাপাশি ত্রিপুরায় ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি কার্যক্রমও উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি