ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ভারত-পাকিস্তানের কাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা

প্রকাশিত : ১৪:৫৮, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:০৪, ১ অক্টোবর ২০১৬

চলমান উত্তেজনার মধ্যেই ভারত-পাকিস্তানের কাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। রাত চারটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে। পাকিস্তানের আইএসপিআরের দাবি, নিয়ন্ত্রণ রেখা পার হয়ে গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। এদিকে, জঙ্গি হামলার আশংকায় ভারতের ৫টি রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভারত-পাকিস্তানের কাশ্মীর সীমান্তে উত্তেজনার পারদ ক্রমেই উঁচুতে উঠছে। শনিবার ভোরে নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলির ঘটনা ঘটে। পাকিস্তানী আইএসপিআরের দাবি, বিম্বার পয়েন্টে নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তানের ভেতরে গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে জঙ্গি হামলার আশংকা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। নিরাপত্তার স্বার্থে দিল্লি, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। চলছে পুলিশী তল্লাশী। অন্যদিকে, পাকিস্তানে প্রবল হয়েছে ভারতবিরোধী বিক্ষোভ। চলমান পরিস্থিতি নিয়ে সোমবার জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বৈঠকে সেনাপ্রধান ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে চার রাজ্যের মূখ্যমন্ত্রীকে। এদিকে, কাশ্মীর ঘটনার প্রভাব পড়েছে দু’ দেশের বিনোদন জগতেও। পাকিস্তানের সিনেমা হলগুলোতে বন্ধ করে দেয়া হয়েছে ভারতের চলচ্চিত্র প্রদর্শনী। অন্যদিকে, ভারতে বাতিল করা হয়েছে পাকিস্তানী এক শিল্পীর কনসার্ট। এ’ ঘটনার প্রতিবাদে পদত্যাগ করেছেন ইন্ডিয়ান ফিল্ম অ্যাসোসিয়েশনের সদস্য রাহুল অগ্রয়াল। তীব্র নিন্দা জানিয়েছেন বলিউউ তারকা সালমান খান। কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দু’ দেশকে আলোচনার মাধ্যমে সমাধানের পথে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি