ভারী বৃষ্টিপাতে পাহাড়ে ক্ষয়ক্ষতি এড়াতে চলছে মাইকিং
প্রকাশিত : ১৪:৩৯, ২০ জুন ২০২৪
বর্ষা মৌসুমের শুরুতে মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। একই কারণে সাগরে সৃষ্টি হয়েছে গভীর মেঘমালা। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ সমুদ্র বন্দর এবং নদীগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে যেতে জেলা প্রশাসন টানা দুদিন ধরে মাইকিং করছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনও সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। নগর ও আশপাশের সবকটি আশ্রয় কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পাহাড়ের আশেপাশের স্কুল, কলেজ মসজিদ, মাদ্রাসাগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
ভারি বর্ষণ হলে চট্টগ্রামে পাহাড় ধ্বসের ঘটনা ঘটে থাকে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ধ্বসের ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে মাইকিং করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে লোকজনকে সরে যেতে বলা হচ্ছে। কেউ প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন কর্মকর্তারা।
এএইচ
আরও পড়ুন