ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভার্চুয়াল প্রতিযোগিতায় প্রকৌশল শিক্ষার্থী চ্যাম্পিয়ন

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:২৯, ২২ অক্টোবর ২০২০

রাহেলা ইসলাম অন্তু

রাহেলা ইসলাম অন্তু

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ভার্চুয়াল প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রকৌশল (আইসিই) বিভাগের শিক্ষার্থী রাহেলা ইসলাম অন্তু। 

চলমান করোনার মধ্যেই শিক্ষার্থীদের সৃজনশীলতাকে জাগ্রত রাখার লক্ষ্যে ‘ক্রাফট হাউজ বিডি’ এর সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার ক্লাব ‘এভেন্সিয়া: দ্য আল্টিমেইট প্রেজেন্টেশন ব্যাটল’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করে। 

এতে প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ‘কোভিড-১৯ এবং অনলাইন এডুকেশন’ বিষয়ের ওপর ভার্চুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং শেষ ধাপে গত বুধবার (২১ অক্টোবর) চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবরিনা খান প্রত্যাশা প্রথম রানার আপ এবং একই বিভাগের শিক্ষার্থী সাদিয়া সুলতানা দ্বিতীয় রানার আপ হন। 

ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অবঃ) এবং লে. কর্ণেল শেখ শামীম হোসেন (অবঃ)। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন- সহশিক্ষা কার্যক্রমের প্রতি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে উৎসাহিত করতে হবে।  

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি