ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভালুকায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই গড়ে উঠেছে করাত কল

প্রকাশিত : ১১:৪৬, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১১:৪৬, ১৩ জুন ২০১৬

নিয়ম নীতির তোয়াক্কা না করেই ভালুকায় গড়ে উঠেছে অসংখ্য করাত কল। যথেচ্ছভাবে কাটা হচ্ছে সংরক্ষিত বনের গাছ। ধ্বংস হচ্ছে বনভূমি। প্রশাসনের পদক্ষেপের অভাবে, সবুজ অরণ্য পরিণত হচ্ছে বিরাণভূমিতে। এভাবেই করাত কলের নিচে বিলীন হচ্ছে বনভূমি। সংরক্ষিত বনাঞ্চলের নানা জাতের গাছ কেটে চিরাই করা হচ্ছে অবাধে। ভালুকার হবিরবাড়ী, কাদিগর, আঙ্গারগাড়া, হাজিরবাজার, মেহেড়াবাড়ী এবং উথুরা’র সংরক্ষিত বন এলাকায় এক শ্রেনীর অসাধু বন কর্মকর্তার যোগসাজশে স্থাপন করা হচ্ছে করাত কল। ওইসব করাত কলে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে চিরাইয়ের পর পাচার করা হয়। বনভূমি রক্ষায় প্রশাসন উদ্যোগী না হওয়ায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। অবৈধ করাত কল মালিকরা এ’ বিষয়ে মুখ না খুললেও, কর্মচারীরা বলছেন, বন কর্মকর্তাদের যোগসাজশেই কাঠ চিরাই করা হয়। এ’ ব্যাপারে কথা বলতে কাদিগর বিট অফিসে গেলে বন কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে, অবৈধ করাত কল বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যত দ্রুত সম্ভব করাত কল বন্ধে প্রশাসনের পদক্ষেপ চায় স্থানীয়রা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি