ভালোবাসাটা শুধু পরিবার ও শ্রোতাদের জন্য : ইমরান
প্রকাশিত : ১৩:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৮
বর্তমান সময়ে সঙ্গীতশিল্পীদের মধ্যে জনপ্রিয়তা এবং সফলতার দিক দিয়ে এগিয়ে রয়েছেন ইমরান। একের পর এক জনপ্রিয় সব গান উপহার দিচ্ছেন তিনি। চলচ্চিত্র, অডিও এবং স্টেজ সব ক্ষেত্রেই ব্যাপক ব্যস্ততা ইমরানের। সব কিছুর পাশাপাশি বিশেষ দিবস আসলে শিল্পীদের একটা আলাদা আয়োজন থাকে। আজ বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটিকে কেন্দ্র করে এ তারকা শিল্পী বেশ কিছু গান ও ভিডিও প্রকাশ করেছেন। এরই মধ্যে প্রকাশিত গানগুলো শ্রোতা-দর্শকরা পছন্দও করেছেন। একই সঙ্গে সিনেমা হলেও তার গান বাজছে। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুক্তি পাওয়া সিনেমা ‘ভালো থেকো’ তেও রয়েছে ইমরানের গান।
সব মিলিয়ে সময়টা এখন ইমরানের। আর কাজের এই পর্যায়ে এসে সব ব্যস্ততার ফাঁকে ইমরান তার ভক্ত ও শ্রোতাদের জানিয়েছেন-ভালোবাসার শুভেচ্ছা।
ইমরান বলেন, পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস- সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ততা যাচ্ছে। তবে উৎসবের আমেজেই কাটছে সময়। বেশ উপভোগ করছি সময়গুলো।
ভালোবাসা দিবসে বিশেষ কারও সঙ্গে সময় কাটাচ্ছেন না ইমরান। বললেন, এই মূহূর্তে আমার ভালোবাসাটা নিজের পরিবার, বন্ধু ও শ্রোতাদের জন্য। ভালোবাসার দিনটা তাই বিশেষ কারও সঙ্গে কাটাচ্ছি না।
ইমরান আরও বলেন, আসলে আমি গান নিয়ে এতটাই ব্যস্ত যে অন্য কিছু ভাবার সময় নেই। আর ভালোবাসা তো করার বিষয় না, সেটা হয়ে যায়। সেটা এখনও আমার হয়নি। কখনও হবে কিনা সেটাও সময়ই বলে দেবে।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত গান নিয়ে তিনি বলেন, বেশ কিছু গান ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এরমধ্যে সিএমভি থেকে প্রকাশ হয়েছে ‘এমন একটা তুমি চাই’ শীর্ষক গানের ভিডিও। এখানে আমার সঙ্গে মডেল হয়েছে সাফা কবির। এটি প্রকাশের পর পরই ব্যাপক সাড়া পাচ্ছি শ্রোতা-দর্শকদের কাছ থেকে।
এর বাইরে লেজারভিশন থেকে প্রকাশ হয়েছে ‘যদি হাতটা ধরো’ গানটির মিউজিক ভিডিও। এখানে আমার সহশিল্পী বৃষ্টি। এ গানটির সাড়া অনেক পাচ্ছি।
এর বাইরে একই ব্যানার থেকে ‘ভীষণ ভালোবাসি’ এবং ‘হয়েছি শুধু তোমার’ শিরোনামের দুটি অডিও গান প্রকাশ হয়েছে। এর বাইরে বিচ্ছিন্নভাবে আরও কয়েকটি গান প্রকাশ হয়েছে আমার।
চলচ্চিত্রে গান ইমরান বলেন, চলচ্চিত্রের গান খুবই ভালো চলছে। আমি যে গানগুলো এখন পর্যন্ত চলচ্চিত্রের জন্য করেছি সেসবের বেশিরভাগই শ্রোতারা সাদরে গ্রহণ করেছেন। সর্বশেষ ‘নূর জাহান’ সিনেমার জন্য দুটি গান করেছি। এ দুটি গানের সাড়া অনেক ভালো। কলকাতার ‘রং রুট’ সিনেমার জন্য গান করেছি। সামনে চলচ্চিত্রের আরও বেশ কিছু গান আমার কণ্ঠে শ্রোতা-দর্শক শুনতে পাবেন। আশা করছি ভালো লাগবে সেগুলো।
এসএ/