ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ভালোবাসা দিবসে " রোদের মায়ায় " নিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ জয় চৌধুরীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১৫ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৫০, ১৫ জানুয়ারি ২০২৫

চলতি বছরে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে নাটক ‘রোদের মায়ায়’। নাটকটির রচনা এবং পরিচালনা করেছেন নবাগত নাট্যকার জয় চৌধুরী। তিনি জানান, প্রেম এবং সম্পর্কের গভীরতার অনন্য এক চিত্র ফুটে উঠবে নাটকটিতে। 

তিনি আরও জানান, নাটকের গল্প একজন সিঙ্গেল ফাদার রিফাতের, যিনি তার মেয়েকে একান্ত ভালোবাসা দিয়ে বড় করে তোলেন। কিন্তু এক মর্মান্তিক ঘটনায় তার মেয়ের জীবন সংকটে পড়লে, রিফাতের জীবনে প্রবেশ করে এক নতুন চরিত্র অবন্তী। নাটকটি সিঙ্গেল ফাদারের জীবনযাত্রা, তার ভালোবাসা এবং সম্পর্কের নানা জটিলতা নিয়ে নির্মিত।

নাটকের অভিনয়ে আছেন জনপ্রিয় অভিনেতা জুনায়েদ বাগদাদী, সামিরা খান মাহি, রাজন্যা রাই, আশা মাজেদ রোজি, বাসর বাপ্পি এবং আরও অনেক জনপ্রিয় মুখ। প্রতিটি চরিত্রের অভিনয় নাটকের আবেগপূর্ণ পরিবেশকে আরো গভীর করেছে, যা দর্শকদের মুগ্ধ করবে।

নাটকের গান, বিশেষ করে "ও আমার চাঁদের টুকরা", যা মূলত হিন্দি "शिशे की गुड़िया" গান থেকে অনুপ্রাণিত , যা নাটকের আবেগকে আরো প্রাণবন্ত করেছে। গানটির লেখক হিসেবে রয়েছেন নাটকের পরিচালক জয় চৌধুরী।

"রোদের মায়ায়" নাটকটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং একজন বাবা এবং তার সন্তানের সম্পর্কের অনুভূতির এক গভীর রূপ। নাটকটির মুক্তি ভালোবাসা দিবসে, প্রেম এবং ভালোবাসার উৎসবে এক নতুন মাত্রা যোগ করবে, যা দর্শকদের হৃদয়ে এক দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।

নাটকের পরিচালক জয় চৌধুরী বলেন, "এই নাটকটি আমার জীবনের প্রথম কাজ  , প্রথম কাজ ও প্রথম সন্তান বোধ একই , খুব যত্ন করে বানিয়েছি । এবং আমি চাই এটি মানুষের মনে এক বিশেষ স্থান করে নিক। ভালোবাসা দিবসের সময় এটি মুক্তি পাচ্ছে, যা এই আবেগপূর্ণ গল্পের জন্য উপযুক্ত সময়।"

"রোদের মায়ায়" নাটকটি দর্শকদের জন্য এক ভিন্ন ধরনের ভালোবাসা এবং সম্পর্কের গল্প নিয়ে আসছে, যা সব বয়সী দর্শকদের মন জয় করবে।
নাটকটি ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি