ঢাকা, রবিবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসা দিবসে আসছে ‘কাঠগোলাপের বিয়ে’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আগামী ভালোবাসা দিবসে আসছে ‘কাঠগোলাপের বিয়ে’ শিরেনামে বিশেষ নাটক। স্বপ্নীল চক্রবর্তী ও ফরিদ উদ্দিন মোহাম্মদের গল্পবুননে মীর রাব্বি, আনিকা আইরা, সালমান আরাফাত ও সাইদা ইসলামের অভিনয়ে নাটকটি নির্দেশনা দিয়েছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। কবিতা নির্ভর এই গল্পটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে চট্টগ্রামের কাপ্তাই, লিচুবাগান ও রাঙ্গামাটির বিভিন্ন মনোরম স্থানে। 

মো. কামরুজ্জামানের প্রযোজনায় বিশেষ এই নাটকটি প্রচার হবে কেএস এন্টারটেইনমেন্টের ইউটউব চ্যানেলে।

প্রযোজক মো. কামরুজ্জামান বলেন, আমি সব সময়ই চাই সাহিত্য নির্ভর কাজ করতে। এমন স্ক্রিপ্ট আমার কাছে আসলে হাত ছাড়া করতে চাই না। র্নিমাতা, কলাকুশলি আর শিল্পীরা মিলে চেষ্টা করেছি এই ভ্যালেন্টাইনের সেরা একটা কাজ দর্শকদের উপহার দিতে। 

নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ জানান, আমি বরাবরই একটু ভিন্নমাত্রার গল্প বলতে চাই। আমার কাজে কবিতা একটি বিশেষ উপাদান হিসেবে থাকে। সংলাপ ও চিত্রনাট্য রাচনায়ও আমি খুব সাবধানতা অবলম্বন করেছি। ‘কাঠগোলাপের বিয়ে’ নাটকটি গভীর জীবনবোধ আর হাহাকারের উপাখ্যান বলতে পারেন। প্রতিটা সংলাপ দর্শকদের ভাবাবে, মাঝে মাঝে নিয়ে যাবে ভাবনার এক গভীর গহ্বরে। পুরো কাজটায় প্রেম-পাওয়া আর নাপাওয়ার টানাপোড়ন ও জীবনদর্শন খুঁজে পাবে দর্শকরা। আশা করছি এই ভালোবাসা দিবসে একেবারেই অন্যরকম একটা গল্প দেখতে পাবেন সবাই।

মীর রাব্বি জানিয়েছেন, বহুদিন পরে চমৎকার স্ক্রিপ্ট হাতে পেয়েছি। প্রত্যেকটা দৃশ্যই একেকটা ‘ভিজ্যুয়েল পোয়েট্রিক জার্নি’ বলে মনে হয়েছে আমার কাছে। অসাধারণ এই কাজটার সাথে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি