প্রপোজ ডে
ভালোবেসে গেলেন শুধু, ভালোবাসা পাওয়া হলো না?
প্রকাশিত : ১৬:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/07-2502081022.jpg)
প্রেম ভালবাসা হল এক ধরনের আপেক্ষিক বিষয়। এই প্রেম-ভালোবাসা কারো জীবনের জন্য তা স্বর্গ সুখ বয়ে আনে, এবং কাউকে দুখের সাগরে ভাসিয়ে দেয়। আবার একতরফা প্রেমের ঘটনাও কম নয়। ভালোবেসে গেলেন শুধু, ভালোবাসা পাওয়া হলো না? কতদিনই বা ধরে রাখা যায় কোনো ধরনের বিনিময়বিহীন, শুধুই ভালোবেসে যাওয়ার এই আখ্যান? তাই একটু সাহস সঞ্চয় করে আজই ( ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে) বলে দিন মনের কথা।
কেননা ভালোবাসা দিবসের সপ্তাহ উদ্যাপনের দ্বিতীয় দিন আজ। বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) আসার আগে ৮ ফেব্রুয়ারির দিনটিকে প্রপোজ ডে হিসেবে উদ্যাপন করা হয়। তাই এ দিনেই নিজের মনের কথাটি আপনার পছন্দের মানুষকে বলে দিতে পারেন।
তবে প্রিয় মানুষটিকে সরাসরি মনের কথা জানাতে সাহস না পেলে আপনি কিন্তু অন্য উপায়ে আপনার ভালোবাসার কথা জানিয়ে দিতে পারেন। ভাবছেন কীভাবে? তবে আসুন জেনে নিই, কী কী উপায়ে প্রিয় মানুষটিকে নিজের মনের কথা বা প্রপোজ করা যায়-
১। গান গেয়ে প্রপোজ: মনের ভাব সহজেই প্রকাশ করা যায় গানের মাধ্যমে। আর আপনি যখন প্রিয় মানুষটির সাথে কথা বলতে চাইছেন সেক্ষেত্রে গান উত্তম উপায় হতে পারে। এতে আপনার সঙ্গী সহজেই আপনার কথা বুঝে যাবে। যদি গান গাইতে না পারেন তবে বেহালা, পিয়ানো কিংবা গিটারে সুর তুলে প্রিয়জনকে দারুণ একটা মুহূর্ত উপহার দিন। যদি তাও না পারেন তবে সুন্দর একটি গান মোবাইলে চালু করে প্রিয়জনকে শোনান। এরপর মনের কথা জানান।
২। চিঠি কিংবা কবিতা: প্রিয় মানুষটিকে স্পেশাল ফিল করাতে নিজের মনের অনুভূতিগুলো লিখে প্রিয় মানুষটিকে দিন। লেখার সময় নিজে যা ভাবেন, তাই লিখুন। অন্যের লেখা কপি করবেন না। খুব বেশি লিখতে না পারলে ৪ লাইনের একটি কবিতা তাকে উপহার দিতে পারেন।
৩। বইয়ের মাধ্যমে ভালোবাসা প্রকাশ: ভালোবাসা দিবসের দিন গণনার সপ্তাহ উদযাপনে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন বইমেলা প্রাঙ্গনে। ভাষার মাস ফেব্রুয়ারিতে কোনো রোমান্টিক বই উপহার দিতে পারেন। বইয়ের প্রথম পাতায় লিখে দিন ‘ভালোবাসি’ শব্দটি। এই একটি শব্দেই প্রচন্ড অবাক ও খুশি হয়ে উঠবে আপনার প্রিয়জন।
৪। স্মৃতিচারণের মাধ্যমে প্রপোজ: কথা বলতে খুব বেশি পটু হলে সুন্দর কিছু স্মৃতির কথা আপনার প্রিয়জনকে মনে করিয়ে দিতে পারেন। কথা বলার পারদর্শী না হলেও অন্য উপায় আছে। একটি রঙিন পাতায় একটি সুন্দর স্মৃতিকে লিখুন। সব স্মৃতি লেখা হয়ে গেলে একটি পৃষ্ঠায় লিখে দিন ভালোবাসি। প্রতিটি রঙিন পৃ্ষ্ঠা ভাঁজ করে নিন।
এরপর ভাঁজ করা পৃষ্ঠায় নাম্বার লিখুন ১,২,৩ এভাবে। যে পৃষ্ঠায় ‘ভালোবাসি’ লিখেছেন সে ভাঁজ করা পৃষ্ঠায় শেষ নাম্বারটি লিখুন। একটি বাক্সের ভেতরে পৃ্ষ্ঠাগুলো রাখুন। এবার প্রিয়জনকে নাম্বার সিরিয়ালে ভাঁজ করা পৃষ্ঠা খুলে পড়তে বলুন। কাজ হয়ে যাবে।
৫। ক্যান্ডেল লাইট ডিনার: প্রিয় মানুষটির সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যান। সেখানে মোমবাতির আলো-আধারিতে নিজের মনের কথাটি বলে ফেলুন। রোমান্টিক পরিবেশে আপনাকে না করতে পারবে না।
৬। ধাঁধা সমাধানের মাধ্যমে: ভালোবাসি শব্দ নিয়ে এমন একটি ধাঁধা তৈরি করুন, যেটি সমাধান করতে করতে আপনার প্রিয় মানুষটি বুঝে ফেলবে আপনার মনের কথা।
৭। আংটি: সময় নষ্ট করতে না চাইলে একটি সুন্দর একটি আংটি কিনে ফেলুন। আজকের দিনে আংটি নিয়ে প্রিয়জনের কাছে যান এবং তাকে প্রশ্ন করতে পারেন, আংটি-টি সে সারাজীবন পরতে রাজি আছে কি-না?
তবে খেয়াল রাখবেন, আপনি আজ প্রপোজ যেভাবেই করুন না কেন, তাতে যেন আপনার প্রিয় মানুষটি কোনো বিব্রত বোধ না করেন। তাই মনের কথা জানান দিতে সুন্দর একটি পরিবেশ তৈরির বিষয়টিও মাথায় রাখুন।
এমবি//