
ভাল ছবি না হলে দর্শক সিনেমা হলে আসবেনা। ভাল ছবি সিনেমা হল বাঁচার একটা উপায় বলে মন্তব্য করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার দুপুরের রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় হাসানুল হক ইনু ্ধসঢ়;এ কথা বলেন। এছাড়া তিনি বলেন, চলচ্চিত্র বিনোদনের এক মাত্র লক্ষ নয়, চলচ্চিত্র মানুষকে উদবুদ্ধ করে সামাজ গঠনে। আলোচনা সভায় সিনেমা হল মালিকরা বলেন, সিনেমা হল বাঁচানোর জন্য দেশী বিদেশী ভাল ছবি হলে দর্শক সংখ্যা বাড়বে। হল বাঁচানোর জন্য সিনেমা সংকটেও আছে বলে জানান হল মালিকরা।