ভাষাসংগ্রামী খান সাহেব ওসমান আলীর মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:২২, ১৯ মার্চ ২০১৯
অবিভক্ত বাংলার এমএলএ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাষাসংগ্রামী খান সাহেব ওসমান আলীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসিত ‘সবুজ বাংলা’ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও ৫ আসনের সাংসদ সেলিম ওসমানের দাদা তিনি।
খান সাহেব ওসমান আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
খান সাহেব ওসমান আলী স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক আহসান হাবীব মুকুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়ে জানানো হয়।
এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জে তার নিজ বাসভবন বায়তুল আমান ও কুমিল্লার দাউদকান্দিতে তার প্রতিষ্ঠিত জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল, কাঙালি ভোজ, বস্ত্র বিতরণ এবং আলোচনা সভা।
এসএ/