ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

ভাষাসৈনিক আহমেদ আলী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১১ জানুয়ারি ২০২০

দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগে চলে গেলেন ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আহমেদ আলী (৯৭)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আহমেদ আলী মারা যান বলে নিশ্চিত করেছেন তার মেয়ে আইরিন আহমেদ।

অ্যাডভোকেট আহমেদ আলীর পারিবারিকসূত্রে জানা গেছে, তার প্রথম জানাজা ব্রাহ্মণবাড়িয়ার কাজলিয়ায় তার গ্রামে বাড়িতে হবে। পরে আসরের নামাজের পর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা শেষে শাসনগাছা কবরস্থানে তাকে দাফন করা হবে।

অ্যাডভোকেট আহমেদ আলী ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) আসন থেকে এমএলএ নির্বাচিত হন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি