ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাষাসৈনিক ডা. এম এ গফুর আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২৩ আগস্ট ২০১৯ | আপডেট: ১৭:৩৪, ২৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ভাষাসৈনিক ডা. এম এ গফুর আর নেই। তিনি চাঁদপুরের একজন বিশিষ্ট সংগঠকও। আজ শুক্রবার (২৩ আগস্ট) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

আজ বাদ জুমা চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় পৌর গোরস্তানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, ডা. এম এ গফুর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যায়নকালে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। দেশের স্বাধীনতার সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে দক্ষ সংগঠক তিনি। তবে অনেকটা প্রচারবিমুখ ছিলেন এ মানুষটি। চিকিৎসা শাস্ত্রে মেডিসিন ও রেডিওগ্রাফিতে দেশ-বিদেশে পড়াশোনা শেষে চাঁদপুরেই মৃত্যু পর্যন্ত সমাজসেবায় জড়িত ছিলেন এই ভাষাসৈনিক।

চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল, বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালসহ অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি।

ডা. এম এ গফুর দুই ছেলে এবং মেয়ে রেখে গেছেন। তার সহধর্মিনী  মাহমুদা খানম ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক।

তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (এমপি) গভীর শোক প্রকাশ করেছেন। একই ভাবে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন।  

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি