ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ভাষা অধিকারে না থাকলে বিলুপ্তির পথে ধাবিত হয়ঃ সন্তু লারমা

প্রকাশিত : ১২:৪৮, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪৮, ১০ এপ্রিল ২০১৬

ভাষা যদি অধিকারে না থাকে তাহলে সেই ভাষা বিলুপ্তির পথে ধাবিত হয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা। শনিবার রাঙামাটিতে প্রিয়দর্শী খীসা রচিত ‘চাকমা ভাষাতত্ত্ব’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরো বলেন, একটি জনগোষ্ঠী তার সংস্কৃতি বা জীবন ধারাকে বাঁচিয়ে রাখতে চাইলে দরকার রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অধিকার। এসময় তিনি পার্বত্য চট্টগ্রামে ১৪ ভাষাভাষী জনগোষ্ঠীর রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম জ্যোতি খীসা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি