ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাষা সৈনিকদের চেনে না নতুন প্রজন্ম [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাহান্নর ভাষা আন্দোলনে নেত্রকোণায় যারা রাজপথ কাঁপিয়েছিলেন, নতুন প্রজন্মের অনেকেই তাদের চেনে না। ভাষা সৈনিকদের মধ্যে অনেকেই আজ বেঁচে নেই। যারা বেঁচে আছেন, তারাও এ অবস্থায় ভাষা সংগ্রামের ইতিহাস ধরে রাখার পাশাপাশি ভাষা সৈনিকদের নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নেত্রকোণার ভাষা সংগ্রামের ইতিহাস সংরক্ষণে তেমন কোন উদ্যোগ নেই। বাহান্নর সাহসী সৈনিকদের অনেকেই আজ বেঁচে নেই। অবহেলিত অবস্থায় পড়ে থাকা কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়া নেই কোন স্মৃতিফলকও। তবে এখনো আছেন বর্ষিয়ান দুই ভাষা সৈনিক।

কবি ও সাংবাদিক আল-আজাদ ছাত্রাবস্থায় ভাষা সংগ্রামে যুক্ত হন। মিছিল-মিটিং-পিকেটিং এর সাথে যুক্ত ছিলেন তিনি।

১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ডা. এম. এ. হামিদ ধর্মঘট মিছিল-মিটিংয়ে ছিলেন সামনে সারিতে। তার নামে হুলিয়া জারি হলে ঢাকা ছেড়ে নেত্রকোণার পুর্বধলায় ছাত্রদের সংগঠিত করেন তিনি। নেত্রকোণায় ভাষা সৈনিকদের নামে স্মৃতিফলক দেখে যেতে চান বর্ষিয়ান ভাষা সংগ্রামীরা।

বাহান্ন’র ইতিহাস ও ভাষা সৈনিকদের অবদানের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে স্মৃতিফলক নির্মাণের দাবি স্থানীয়দের। দ্রুতই ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান। এ ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করছেন নেত্রকোণাবাসী।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি