ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ভাসানচরে ২ রোহিঙ্গা দালাল আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ২২ নভেম্বর ২০২১

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের পালাতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

রোববার রাতে ভাসানচরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, আশ্রয়ণের ৫০নং ক্লাস্টারের এইট-১৫ কক্ষের সিদ্দিকের ছেলে আক্তার ও ৪৮নং ক্লাস্টারের সি-১৩নং কক্ষের নুর আহম্মদের ছেলে রফিক।

আটককৃতদের মধ্যে আক্তারকে (২৩) বিদেশী নাগরিক আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি রফিককে (২৫) সর্তক করে ১০ হাজার টাকা জামানত রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে এপিবিএন সিভিল টিম ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে রোহিঙ্গা দালাল আক্তার ও রফিককে আটক করে। পরে আটককৃত আসামী আক্তারকে ভাসানচর থানায় হস্তান্তর করা হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আক্তারের বিরুদ্ধে রোহিঙ্গাদের পালাতে সহযোগিতা করার ঘটনায় বিদেশী নাগরিক আইনে মামলা রয়েছে। তাকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি