ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ভায়াগ্রা ভর্তি ব্যাগ শাহজালালে উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ১০ ফেব্রুয়ারি ২০১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ৭৫ প্যাকেট ভায়াগ্রা স্প্রে ও ২৮ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে দুটি লাগেজ থেকে এসব উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে কুয়েত থেকে একটি ফ্লাইট অবতরণ করে। ওই ফ্লাইটে করে কিছু অবৈধ সামগ্রী আসছে- এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় পরে থাকা দুটি লাগেজ খুলে ভায়াগ্রা স্প্রে ও বিদেশি সিগারেট পাওয়া যায়। সিগারেটগুলো ৩.০৩ ও বেনসন ব্র্যান্ডের। শুল্ককরসহ জব্দ এসব পণ্যের দাম প্রায় ১১ লাখ টাকা।

সূত্র জানিয়েছে, বাংলাদেশের আমদানি নীতি অনুযায়ী ভায়াগ্রা আমদানির জন্য আগে থেকে অনুমতি নিতে হয়। এ ছাড়া সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা নিষেধ। তাই সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি