ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘ভায়া’ সারাবে জরায়ু মুখের ক্যান্সার

প্রকাশিত : ১৮:৩১, ২৮ জুন ২০১৯ | আপডেট: ১৮:৩৫, ২৮ জুন ২০১৯

জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের মৃত্যুর অন্যতম কারণ। আর এ রোগ প্রাথমিক পর্যায়ে জরায়ু-মুখ পরীক্ষা (ভায়া) করে ধরা পড়লে আরোগ্য সম্ভব বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি বিজ্ঞাপনের মাধ্যমে এমন তথ্য প্রচার করে।

বিজ্ঞাপনে বলা হয়, ৩০ থেকে ৬০ বছরের সকল মহিলাদের পাঁচ বছর পর পর অবশ্যই জরায়ু-মুখ পরীক্ষা (ভায়া) করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নির্বাচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ভায়া পরীক্ষা করা হয়। ভায়া পরীক্ষার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

এনএম/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি