ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভিডিও অ্যাপ প্রকাশ করলো ইনস্টাগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ২১ জুন ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ভিডিও শেয়ারের উপর থেকে কড়াকড়ি প্রত্যাহার করতে যাচ্ছে। ইউটিউব থেকে তরুণদের ভাগিয়ে এনে ইনস্টাগ্রামমুখী করার জন্যই এই উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম জানায়, এটি একটি ভিডিও শেয়ারিয় অ্যাপ যুক্ত করতে যাচ্ছে। ব্যবহারকারীদের সময় বাঁচানোর জন্য খুব দ্রুতগতির এই অ্যাপ ব্যবহৃত হবে বলেও জানায় জায়ান্ট এই প্রতিষ্ঠানটি।

ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কেভিন সিসট্রোম সানফ্রান্সিসকোতে ঘোষণা করেন, নতুন এই ফিচারটির নাম হবে আইজিটিভি। এটিতে সেলেব্রিটিরা ভিডিও শেয়ার করলে মুহূর্তেই ছড়িয়ে পড়বে বলে জানান তিনি। এর ফলে ফেসবুকের আরও বেশি বিজ্ঞাপন বিক্রির সুযোগ তৈরি হবে বলেও যোগ করেন তিনি।

তবে ইন্টারনেট বোদ্ধারা বলছেন, ফেসবুক বর্তমানে তরুণদের টানতে ব্যর্থ হচ্ছেন। তা ছাড়া গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই ইনস্টাগ্রামের মাধ্যমে এবার ক্ষতি পুষিয়ে নেবার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি