ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

শুভ জন্মদিন

ভিলেন নয় খল অভিনেতা মিশা

সোহাগ আশরাফ

প্রকাশিত : ০৯:৫৪, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:৫৬, ৪ জানুয়ারি ২০১৮

বাংলা সিনেমায় ‘ভিলেন’ শব্দতা সাধারণ দর্শকদের কাছে খুবই পরিচিত। কিন্তু ‘ভিলেন’ বলতে কোন শব্দ নেই এমনটা দাবি সব অভিনেতারই। তাদের মতে ‘হিরো’র বিপরিতে যে চরিত্র প্লে করা হয় তাকে বলা উচিত ‘খল অভিনেতা’। ঢাকাই সিনেমার সেরাদের সেরা খল অভিনেতা মিশা সওদাগর। বড়পর্দায় খল অভিনেতা হিসেবে কাজ করে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। আজ ৪ জানুয়ারি এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন।

একুশে টিভি ও অনলাইন`র পক্ষ থেকে এই গুনি তারকার প্রতি রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

নিজের জন্মদিন সম্পর্কে মিশা সওদাগর বলেন, ‘সাধারণত পরিবারের সঙ্গে আমার জন্মদিনের সময় কাটে। এবারেও তার ব্যতিক্রম হবে না। তবে সকালে কিছু টিভি চ্যানেলে অনুষ্ঠান রয়েছে। দর্শকরা আমাকে আজ সরাসরি টিভিতে দেখতে পাবেন।

এদিকে নতুন বছর নিজের সংশ্লিষ্ট সবকিছু নতুন করে সাজাতে চান মিশা। আর চারদিকে অস্থিরতা নয়, শান্তি দেখতে চান বলে জানিয়েছেন তিনি।

পর্দার সাধারণত খারাপ লোক চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর চলচ্চিত্রে কাজ শুরু করেন ১৯৮৬ সালে। এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন মিশা। ছট্কু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমাতে নায়ক হিসেবে অভিনয় করেন ১৯৯০ সালে। ‘অমরসঙ্গী’ সিনেমাতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু দুটোর একটিতেও সাফল্য পাননি। পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন। তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ সিনেমাতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন। আউটডোর শ্যুটিং শেষ করে ফিরে একে একে সাতটি সিনেমাতে খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন। মিশা ১৯৯৪ সালে ‘যাচ্ছে ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক হিসেবে পর্দায় উপস্থিত হন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ইতোমধ্যে মিশা সওদাগর ৯০০’র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে ভিলেন হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন মিশা সওদাগর।

তবে গতবছরের মাঝামাঝি মিশা সওদাগরের চলচ্চিত্র থেকে বিদায় নেয়ার খবর প্রকাশ হয় গণমাধ্যমগুলোতে। এ প্রসঙ্গে খল অভিনেতা মিশা বলেন, ‘আমি ভালো স্ক্রিপ্ট পেলে সিনেমায় কাজ অবশ্যই করবো। একদমই যে কাজ করবো না তা কখনো বলিনি। আর ভালো কাজ বা চরিত্র নিয়ে আমার কাছে কোনো নির্মাতা আসলে আমি না করতে পারিনা। কারণ আমি একজন শিল্পী। সামনে আমার অভিনীত ‘পাষাণ’, ‘জান্নাত’, ‘বাহাদুরি’সহ বেশকিছু ভালো মানের সিনেমা মুক্তি পাবে।’

দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে মিশা বলেন, ‘আমার দর্শকরা একটা ভুল করে থাকেন তা হচ্ছে- আমরা যারা হিরোর বিপরিতে অভিনয় করি তাদের অনেকেই ভিলেন বলে সম্বোধন করেন। আসলে আমরা ভিলেন নই, আমরা খল অভিনেতা। পর্দার বাইরে আমরা আপনাদের মতই সাধারণ মানুষ।’

তিনি বলেন, ‘নতুন বছরে দর্শকদের জন্য ভালো কিছু কাজ করে যেতে চাই। নতুন বছর সিনেমা ইন্ডাস্ট্রির আরও উন্নতি চাই। নতুন শিল্পীরাও ভালো কাজ করার চেষ্টা করছেন। নতুন বছরে বেশ কিছু ভালো সিনেমা নির্মাণ হচ্ছে এবং সামনে আরও ভালো কিছু হবে বলে আশা করছি।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি