ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভিশন টুয়েন্টি-থার্টি নিয়ে নতুন ধাপ্পাবাজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ৬ মে ২০১৭ | আপডেট: ১৬:২৯, ৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

ভিশন টুয়েন্টি-থার্টি নিয়ে খালেদা জিয়া নতুন ধাপ্পাবাজি করছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। আগামী নির্বাচনে না এসে সন্ত্রাসের পথ নিলে পরিণতি ভয়াবহ হবে বলেও উল্লেখ করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের আয়োজনে ১৩তম মৃত্যু বার্ষিকীর আলোচনায় মন্ত্রী আরো বলেন, জনগনকে ধোঁকা দিতেই ভিশন টুয়েন্টি-থার্টির ছক করে বিএনপি ২০১৩ সালের মতো হত্যাযজ্ঞ চালাতে চায়। আগামী নির্বাচনে অংশ নিলে তাদের সাথে নির্বাচনী খেলা হবে বলেও মন্তব্য করেন তিনি। এ’সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন স্বাধীনতার শত্র“রা শেখ হাসিনার নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি