ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিসার মেয়াদ না বাড়ায় অনিশ্চয়তায় সৌদি প্রবাসীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৫:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে আবারো সৌদি আরব পাঠাতে সরকারের সহায়তা চাইছেন প্রবাসীরা। এদিকে ভিসার মেয়াদ শেষ জেনেও বুধবার টিকেটের জন্য সৌদি এয়ারলাইন্সের সামনে জড়ো হয় প্রবাসীরা। টিকেট পেতে আজও ভোগান্তি পোহাতে হয়েছে প্রবাসীদের। 

৩০ সেপ্টেম্বর শেষ বেশিরভাগ সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ। তারপরও সৌদি এয়ারলাইন্সের সামনে প্রবাসীদের ভীড়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় মিলবেনা টিকেট। এ তথ্য জানার পরও চোখে মুখে অনিশ্চয়তা নিয়ে সৌদি এয়ারলাইন্সে সামনে অপেক্ষা। কিভাবে আবার সৌদি আরব যাবেন- জানা নেই। তাকিয়ে আছেন সরকারের দিকে।

এ নিয়ে এক প্রবাসী বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমাদের যাদের ভিসার মেয়ার শেষ হয়ে গেছে তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়ে আবারও সৌদি আরব যাওয়ার সুযোগ করে দেন।’

তাদের আশা, ‘সরকার যদি আবেদন করেন তবে তারা যেতে পারবেন।’

কেউ কেউ বলেন, ‘টিকিট পাচ্ছি না। দিনের পর দিন হোটেলে থাকছি। পকেটের টাকা শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন কি করবো?’

ভিসার মেয়াদ শেষ হওয়া অনেকেই কফিলের মাধ্যেমে তাদের মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। এখন টিকেটের অপেক্ষা।

এদিকে যাদের আকামা আছে, ভিসার মেয়াদও আছে তারা রয়েছেন টিকিটের অপেক্ষায়।

এদিকে দুবাই প্রবাসীদের টিকেট পেতে হয়রানির মুখে পড়তে হচ্ছে। ফিরতি টিকেট কাটা আগেই, তারপরও অতিরিক্ত টাকা দাবী করছে এয়ারলাইন্সটি।

এ বিষয়ে প্রবাসীরা অভিযোগ করে বলেন, ‘আমরা পুরানো যে ফিরতি টিকিট নিয়ে এসেছি তার বিনিময়ে অতিরিক্ত ২০ থেকে ৩০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে।’ 

আরব আমিরাত প্রবাসীদের অভিযোগ, অক্টোবর মাসের কোনো টিকেটই দিচ্ছে না এয়ার অ্যারাবিয়া। 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি