ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ভিসির আশ্বাসে অনশন ভাঙলেন ওয়ালিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ৯ ডিসেম্বর ২০১৭

দুই সপ্তাহ পর অনশন ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে অনশনে থাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ। ডাকসু নির্বাচনের দাবিতে গত ২৫ নভেম্বর থেকে অনশন করছেন এ শিক্ষার্থী।

আজ শনিবার দুপুর পৌনে একটায় উপাচার্য মো. আখতারুজ্জামান ডাকসু নির্বচনের আশ্বাস দিয়ে তাকে কলা আর পানি খাইয়ে অনশন ভাঙান।

উপাচার্য ওয়ালিদ আশরাফকে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়ে বলেন, নির্বাচন না হওয়ার যে সংস্কৃতি চলে আসছে তা তিনি ভাঙতে চান। তিনি আরও বলেন, এই নির্বাচন অবশ্যই হবে। তবে একটু সময় লাগবে।

ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে অনশন করছিলেন, কিন্তু তা না পেয়ে অনশন ভাঙলেন কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওয়ালিদ বলেছেন, উপাচার্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। তিনি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন বলেই অনশন ভেঙেছি। তবে তিনি কোনো তারিখ না দেওয়ায় প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি পালন করে যাবো।

একে//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি