ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ভিসি নিয়োগসহ ৩ দফা দাবিতে আন্দোলনে রুয়েট শিক্ষকরা

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ৬ মে ২০২৩

উপাচার্য নিয়োগসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

উপাচার্য নিয়োগ ছাড়াও অপর দুই দাবি হলো পদোন্নতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ও যোগ্যতা প্রাপ্তির তারিখ থেকে শিক্ষকদের পদোন্নতি।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি। এরপর দীর্ঘ ১ বছর ৩ মাস অতিবাহিত হলেও আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ইন্সটিটিউটের প্রায় ৮০ জনের অধিক শিক্ষক পদোন্নতির জন্য সকল শর্তাবলী পূরণ করে অপেক্ষমান অবস্থায় আছেন।

তিনি আরও বলেন, আমরা বিভাগের প্রধানদের কাছে স্মারকলিপি দিয়েছি। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপাচার্যকে একাধিকবার বিষয়গুলো সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হলেও কোনো সমাধান হয়নি। এ অবস্থায় আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. রবিউল আওয়াল, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সারাফাত হোসেন অভি, এমটিই বিভাগের প্রভাষক ফাইসাল রহমান বাদল, জিসিই বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু সাদাত সায়েম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, প্রভাষক বখতিয়ার খলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ফারজানা আকতার ও মানবিক বিভাগের প্রভাষক আহসান হাবীব প্রমুখ। 

উল্লেখ্য, রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুলাই। এর একদিন পর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রুয়েটের ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেনকে রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য করা হয়। এরপর থেকে তিনিই রুটিন উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি