ভিড় বেড়েছে মোবাইলের শোরুমে [ভিডিও]
প্রকাশিত : ২৩:১৭, ৬ জুন ২০১৮
জমজমাট ঈদ বাজারে ভিড় বেড়েছে মোবাইলের শোরুমে। নিত্য নতুন মডেল ও ফিচার নিয়ে সেলফোন কোম্পানীগুলোর শোরুম সাজানো হয়েছে বর্ণিল সাজে।
ক্রেতা আকৃষ্ট করতে দেয়া হচ্ছে আকর্ষনীয় সব অফার। ঈদে জামা কাপড়ের সাথে মিল রেখে অনেকেই কিনছেন মোবাইল ফোন। কেউ আবার প্রিয়জনের জন্য উপহার কিনতে ভিড় করছেন মোবাইলের শো-রুম ও দোকানে।
দিন গড়াচ্ছে, আসছে ঈদ, ভীড় বাড়ছে রাজধানীর বিপনী বিতান ও শপিং মলে। জামা জুতার পাশাপাশি মোবাইল ফোনের শোরুমেও বাড়ছে ক্রেতাদের ভীড়।
নিত্য নতুন ডিজাইনের পাশাপাশি নানা রকম অফারের টানে ঘুরে ফিরে দেখে পছন্দের মোবাইল বেছে নিচ্ছেন ক্রেতারা। ঈদ উপলক্ষে ক্রেতাদের মুগ্ধ করতে সব রকম চেষ্টাই আছে দোকানীদের।
শুধু নিজের জন্যই নয়, ঈদের উপহার হিসেবেও মোবাইলকে বেছে নিচ্ছেন অনেকেই। নতুন মোবাইলের পাশাপাশি পুরনো মোবাইলকে সাজাতে বিভিন্ন এক্সেসরিজও কিনছেন অনেকেই।
আশানুরূপ বিক্রি হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। ঈদের আগে বিক্রি আরো বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা।
ভিডিও:
এসি
আরও পড়ুন