ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় নিহত ৪৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ৭ নভেম্বর ২০১৭

উপকূলীয় ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বন্যায় ভিয়েতনামে কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন । নিখোঁজ রয়েছেন আরও ২২ জন । ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তাকারী সংস্থা হিউম্যানিটারিয়ান এইড এ তথ্য নিশ্চিত করেন।

 স্থানীয় গণমাধ্যমের বরাতে সংস্থাটি বলে, উপকূলীয় ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে অর্ধশতাধিক মানুষ হতাহতের শিকার হয়েছেন। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘টাইফুন ডেমারি’ ।

খান হুয়া প্রদেশের নিন থুয়ান ও ফু ইয়েন শহরে কমপক্ষে ৮০ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ৩৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিএননকে জানিয়েছে, তারা এখনো তথ্য সংগ্রহ করছে । ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

 উল্লেখ্য, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জোট অ্যাপেক সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনামের  দা নাং শহরে আসছেন। 

সুত্র: সিএনএন

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি