ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভুটানের বিপক্ষে সিরিজ জিতলো সাবিনারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ২৮ জুলাই ২০২৪

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শেষটিতে ভুটানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী দল। দুই ম্যাচের দুটিতেই জিতে সিরিজ নিশ্চিত করলো সাবিনারা। 

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুরুতে বাংলাদেশ দুই গোলে পিছিয়ে পড়লেও প্রথমার্ধেই ২-২ গোলে সমতায় থেকে বিরতিতে যায় বাংলাদেশ। 

দ্বিতীয়ার্ধে সফরকারীরা আরও দুই গোল করে ম্যাচ জিতে। 

বাংলাদেশের ম্যাচে ফেরার শুরুটা অবশ্য প্রথমার্ধেই। ৩৫ মিনিটে অভিজ্ঞ সাবিনা খাতুন শোধ করেন এক গোল। ৫ মিনিট পরেই সাগরিকার পা থেকে আসে সমতাসূচক গোল। 

এরপর ৬২ আর ৮৬ মিনিটে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের হয়ে আরও দুই গোল করলে জয় নিশ্চিত হয় লাল-সবুজের জার্সিধারীদের।

বুধবার প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫-১ গোলে। অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই প্রীতি ম্যাচ দুটি খেলেছে বাংলাদেশ। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি