ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভুলক্রমে অন্য গ্রুপের রক্ত শরীরে নিলে কী হয়?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সবার রক্তের রং একই (লাল) হলেও যখন কারো শরীরে কোনো কারণে রক্ত দেয়ার প্রয়োজন হয় তখন প্রত্যেককে নিজ নিজ গ্রুপের রক্ত নিতে হয়। কিন্তু ভুলক্রমে যদি অন্য গ্রুপের রক্ত শরীরে প্রয়োগ করা হয় তাহলে কী হয়?

চিকিৎসাবিজ্ঞান বলছে , অন্য গ্রুপের রক্ত শরীরে ট্রান্সফার করলে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এর ফলে তাৎক্ষণিকভাবে শরীরে প্রতিক্রিয়া শুরু হয়। অন্য গ্রুপের রক্ত শরীরে প্রবেশের ফলে ঐ রক্তে থাকা বিভিন্ন ধরণের অ্যান্টিজেন শরীরে প্রবেশ করে। এগুলো রক্তে আসার ফলে তা একত্রিত হয়ে রক্তণালীগুলোকে ব্লকও করে দেয়।

এর ফলে যখন রক্তণালীগুলো ব্লক হয়ে যায় তখন রক্ত ​​জমাট বাঁধতে শুরু করে। এতে রক্ত ​​চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে।
 
তবে সঠিকভাবে রক্ত ​​​​সঞ্চালনের পরও অনেক সময় শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তবে এটি অ্যান্টিবায়োটিক ওষুধের মাধ্যমে ঠিক করা যায়।

অন্য গ্রুপের রক্ত শরীরে প্রবেশের ফলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে শুরু করে। ফলে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে গাঢ় বাদামি রঙের তরল নির্গত হতে শুরু করে। হিমোগ্লোবিন বিলিরুবিন নামক এক প্রকার পদার্থে পরিণত হয়ে জন্ডিসের মতো রোগ হওয়ার হওয়ার আশঙ্কা দেখা দেয়। রক্ত জমাট বেঁধে মৃত্যু হাওয়ার আশঙ্কাও থাকে।
 

এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি