ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভুড়ি বেড়ে গেলে সুস্থ থাকবেন যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ২১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ভুড়ি বেড়ে যাওয়া আসলেই একটি সমস্যা, বিরক্তিকরও বটে। ভুড়ি গেলে দেখা দেয় একাধিক শারীরিক সমস্যা। কিন্তু প্রতিদিন বেশ কিছু ভাল অভ্যাস রপ্ত করে তার মধ্যে দিয়ে চললেই ওবেসিটির (মেদবহুলতা) হাত থেকে রেহাই পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, নিয়ম করে ব্যায়াম অভ্যাস, ধূমপান বর্জন, সঠিক খাবারদাবার এবং সময়মত ঘুমোলে ওবেসিটির হাত থেকে রক্ষা পেতে পারেন।

এর জন্য প্রতিদিন আপনাকে স্বাস্থ্যকর খাবার যেমন-ফল, সবজি, কম ফ্যাটযুক্ত দুধ জাতীয় খাবার, বাদাম এগুলিকে রাখতে হবে আপনার ডায়েটে।

ঘুম থেকে ওঠার পর কখনও সকালের খাবার খেতে ভুলবেন না। বিভিন্ন রকম কাজের চাপে অনেকেই দুপুরের খাবার খেতে ভুলে যান বা সময়মত খান না। আর এতেই আপনার শরীরের ক্ষতি হচ্ছে। দুপুরের খাবারের থালায় যেন এক টুকরো ফল থাকে। রাতের খাবারের পর প্রায় ১০ ঘণ্টা যদি খালি পেটে থাকেন ওবেসিটি হানা দিতে পারে। রাতে সব সময় সুপ, স্যালাড, লিন মিট এবং দই-এর মত খাবার খাওয়া উচিত বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

ওয়ার্ক আউটের আধ ঘণ্টা পর ফল কিংবা প্রোটিন শেক কিন্তু আপনাকে খেতেই হবে।

পার্টিতে গেলে যে কোনও ধরনের ভাজাভুজি এবং ক্রিমি খাবারের চেয়ে গ্রিল্ড, স্মোকড খাবার খেতে পারেন। এতে শরীরের কম ক্ষতি হয়।

বেশি করে পানি খান। পানি খাওয়া কম হলে, তা কিন্তু শরীরের ক্ষতি করে। তাই শীতের সময়ও বেশি করে পানি খাওয়ার পরামর্শ দেন চিকিৎকরা।

প্রতিদিন যদি প্রয়োজনীয় ঘুম না হয় তাহলে ওবেসিটির মত সমস্যা ক্রমশ বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

ধূমপান থেকে দূরে থাকুন। অ্যালকোহলের হাতছানিতেও সাড়া দেবেন না। এগুলি কিন্তু ওবেসিটির সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়।

সূত্র: জিনিউজ ডট ইন্ডিয়া ডট কম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি