ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভূমিকম্প থেকে বাঁচতে মেনে চলুন ৭ নিয়ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১২ সেপ্টেম্বর ২০১৮

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ভূমিকম্প একটি আতঙ্কের নাম হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে নগর জীবনে ভূমিকম্প ভীত সত্যিই বেশি। কারণ ঢাকার বেশিরভাগ ভবনই ভূমিকম্প নিরোধক নয়। এমতাবস্থায় বড় মাত্রার ভূমিকম্প হলে দুর্যোগ নেমে আসবে।

এছাড়া বিজ্ঞানীরা বহু দিন ধরে বলে আসছে যে, বড় ধরনের ভুমিকম্পের ঝুঁকির মুখে আছে বাংলাদেশ। কবে সেই ভূমিকম্প আঘাত হানবে তা নিশ্চিত করে বলা না গেলেও সতর্কতার বিকল্প নেই। তাই ভূমিকম্পের সময় নিচের কৌশলগুলো মেনে চলতে পারেন-

১. যদি ভবনের ভেতরে থাকেন তবে হাঁটু ও হাতের উপর ভর দিয়ে মেঝেতে শুয়ে পড়তে হবে।

২. ধ্বংসস্তুপ থেকে নিজেকে রক্ষা করতে মাথা ও গলা হাত দিয়ে ঢেকে রাখতে হবে।

৩. কম্পন না থামা পর্যন্ত যেকোনো শক্ত জিনিস ধরে রাখুন।

৪. যদি বিছানায় থাকেন সেখানেই শুয়ে থাকুন। মাথা ও গলা বালিশ দিয়ে ঢেকে রাখুন।

৫. যদি বাইরে থাকেন তবে ভবন, বিদ্যুতের খুঁটি ও তার এসব থেকে দূরে থাকুন।

৬. যদি গাড়িতে থাকেন যত দ্রুত সম্ভব থামুন এবং গাড়ীর ভেতরেই থাকুন।

৭. তিনটি জিনিস মনে রাখবেন। ঝুঁকে পড়া, ঢেকে রাখা ও ধরে রাখা।

মনে রাখবেন, কোনো অবস্থায় মাথা গরম করা বা অস্থির হওয়া যাবেনা।

সূত্র : বিবিসি।

আ আ / এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি