ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভূমিকম্প সংক্রান্ত পোস্টে বেলুন আসায় দুঃখিত ফেসবুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

গত রবিবার ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভয়ংকর ভূমিকম্প সম্পর্কিত পোস্টে ‘বেলুন এবং শুভেচ্ছা বার্তা’ ভেসে ওঠায় দুঃখ প্রকাশ করেছে ফেসবুক। পুরো পৃথিবীর জন্য সার্বজনীন এক ফিচার হওয়ায় এই শুভেচ্ছা বার্তা এবং বেলুন ভেসে ওঠে। বিষয়টিকে ‘ইচ্ছাকৃত নয়’ হিসেবে বলছে বিশ্বের শীর্ষ এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ৬.৯ মাত্রার ঐ ভূমিকম্পে নিহত হন ১৩০ জন মানুষ। গৃহহীণ হন প্রায় এক লক্ষ ৫৬ হাজার মানুষ।

ভূমিকম্পের পর ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের ফেসবুক নিউজ ফিডে ‘সেলামাত’ লিখে পোস্ট করেন। আর এতেই বাঁধে বিপত্তি। ভেসে ওঠে শুভেচ্ছা বার্তা এবং বেলুন। আর এমন দূর্যোগকালীন মুহুর্তে এমন বার্তা আসায় ক্ষোভ প্রকাশ করেন এর ব্যবহারকারীরা।

‘সেলামত’ শব্দটির ইন্দোনেশিয়ার ভাষা অনুযায়ী অর্থ ‘নিরাপদ’। কিন্তু ব্রিটিশ ইংলিশে এর অর্থ ‘অভিনন্দন’। ফেসবুকের অ্যালগারিদমে এই অভিনন্দন অর্থটি থাকায় সেলামত লিখে পোস্ট করা মাত্রই শুভেচ্ছা বার্তা এবং বেলুন ভেসে ওঠে। অনেকটা খুশির বার্তার মতো।

অনলাইন ভিত্তিক গণমাধ্যম মাদারবোর্ডকে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, “এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ফিচারে এমন হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপাতত ইন্দোনেশিয়ায় ফিচারটি বন্ধ রাখা হয়েছে”।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি