ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভেঙে গেল শাকিব-অপুর সংসার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:২৭, ৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অবশেষে সত্যি হলো গুঞ্জন! ভেঙে যাচ্ছে শাকিব-অপুর সংসার। বিশেষ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে, শাকিবের পক্ষ থেকে অপুর বাসায় পাঠানো হয়েছে ডিভোর্সের চিঠি। তবে অপু এখনও সেই ডিভোর্স লেটার রিসিভ করেননি।
এই তথ্য নিশ্চিত করেছেন শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র।
জানা গেছে, শাকিব খান তার আইনজীবীর মাধ্যম্যে তিনদিন আগে অপুর নিকেতনের বাসায় তালাকনামা পাঠিয়েছেন।
অপরদিকে সাধারণত শাকিব খানের কোনো বিষয় মুখপাত্র হিসেবে গণমাধ্যমকে জানান প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইকবাল। তিনি গণমাধ্যমকে জানান, অপু বিশ্বাসকে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের মাধ্যমে তালাকনামা পাঠানো হয়েছে।
তবে এখনও দুই তারকার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি। অপরদিকে শাকিব খান বর্তমানে শুটিংয়ের কাজে ভারতে রয়েছেন।
কিছুদিন ধরেই ঢাকাই চলচ্চিত্রে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল যে, বিচ্ছেদ হতে যাচ্ছে শাকিব-অপুর। আর এমন খবরে বরাবরই চুপ ছিলেন শাকিব-অপু। তবে এই বিষয়টি নিয়ে গত মাসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন অপু বিশ্বাস। রাজধানীর বেইলী রোডের ক্যাফে থার্টি-থ্রিতে ডিভোর্সের খবরকে মিথ্যে গুজব আখ্যা দিয়ে অপু বিশ্বাস সেদিন বলেন, সন্তান সংসার নিয়ে ভালো আছি, আপাতত এর বাইরে কিছু ভাবছি না। ডিভোর্সের খবরটি সংবাদেই প্রথম দেখেছি। আমি বা শাকিব এই বিষয়ে কিছু জানি না। অনলাইন, পত্রিকাতেই আমাদের ডিভোর্সের খবর প্রথম দেখলাম।
উল্লেখ্য, ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের ৮ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে পুত্রসন্তান। তার নাম আব্রাহাম খান জয়।  ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়।
গত এপ্রিলে ঢাকাই ছবির নতুন নায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী। এর পরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে শাকিব খানের। ছবিটি প্রকাশের পর পরই গণমাধ্যমে দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন অপু।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি