ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভেনিজুয়েলার ভোটের বিস্তারিত ফলাফল প্রকাশের আহ্বান ব্রাজিলের লুলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৩১ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মঙ্গলবার ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রমাণ করার জন্য তার প্রাপ্ত ভোটের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশের আহ্বান জানিয়েছেন। এদিকে দেশটিতে বিতর্কিত ভোটকে ‘স্বাভাবিক’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

খবর এএফপি’র। লুলা মঙ্গলবার গ্লোবো অ্যাফিলিয়েট এক টিভি  সাক্ষাতকারে বলেন, ‘এটি স্বাভাবিক যে দেশটিতে ভোট নিয়ে বিরোধ আছে। দেশের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল প্রকাশ করে এই বিরোধের ‘সমাধান’ করা যেতে পারে। যা স্প্যানিশ ভাষায় ‘অ্যাক্টাস’ নামে পরিচিত।

তিনি বলেন, ‘যদি অ্যাক্টস সন্দেহ জাগায় তাহলে বিরোধী পক্ষের আপিল করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে আদালত যে সিদ্ধান্ত দেবে তা ‘আমাদের মেনে চলতে হবে।’

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি