ভেনিজুয়েলায় নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ২৩:১৭, ২১ মে ২০১৮
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রোববার বিজয়ী ঘোষণা করেছে ভেনিজুয়েলার নির্বাচন কর্তপক্ষ।
এ দিকে বিপুল কারচুপির অভিযোগ এনে এই ফলাফল প্রত্যাখ্যান করে চলতি বছরের শেষ দিকে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে মাদুরোর প্রতিপক্ষরা।
জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান তিবিসেই লুসেনা জানান, ৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে মাদুরোর পক্ষে ৬৭.৭ শতাংশ ভোট পড়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেনরি ফ্যালকন ২১.২ শতাংশ ভোট পেয়েছেন।
কেআই/ এসএইচ/
আরও পড়ুন