ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ভেনেজুয়েলার ওপর এবার কানাডার নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ৩১ মে ২০১৮

ভেনেজুয়েলার ১৪ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে কানাডা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চাপে রাখতেই ওই কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করতে যাচ্ছে দেশটি।

ভেনেজুয়েলার গণতন্ত্র বিরোধী নেতা প্রেসিডেন্ট মাদুরো নির্বাচিত হওয়ায় এ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে কানাডা। গত মাসেই ছয় বছরের জন্য নির্বাচিত হন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ায় ভেনেজুয়েলার ওই কর্মকর্তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, তাদের সঙ্গে কোনো ধরণের আর্থিক লেনদেন যাতে করা না হয়, সে ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী খ্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে আমরা মাদুরোকে স্পষ্ট বার্তা দিতে চায় যে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের এই পরিণতি ভোগ করতে হবে।

গত বছরের সেপ্টেম্বরেও ভেনেজুয়েলার ৪০ সরকারি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি