ভোক্তার কাছে পণ্য সরাসরি পৌঁছে দিতে অনলাইন ব্যবসার ক্ষেত্র সৃষ্টি করার উদ্যোগ
প্রকাশিত : ১৫:৪৬, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৪৬, ৩১ জুলাই ২০১৬
কৃষকের কাছ থেকে পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে ই-শপের মাধ্যমে অনলাইন ব্যবসার ক্ষেত্র সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
রাজধানীতে তথ্য ও প্রযুক্তি বিভাগ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, এ কার্যক্রমের মধ্য দিয়ে উৎপাদক মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে সরাসরি ভোক্তার কাছে পন্য সরবরাহ করতে পারবে। এতে সাশ্রয় হবে বেচাকেনা। মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগ এ কর্মসূচির আওতায় ৬৪ টি জেলায় ১ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়ে প্রতিটি জেলায় একটি করে ই-শপের প্রয়োজনীয় দেবে বলেও জানানো হয়।
আরও পড়ুন