ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ভোগান্তি বন্ধে টিকিট কাউন্টার বানালেও কাজে আসছে না

প্রকাশিত : ১১:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০১৬

ভোগান্তি বন্ধে টিকিট কাউন্টার বানালেও তা কোন কাজেই আসছে না সদরঘাটের লঞ্চ যাত্রীদের।  হয়রানী বন্ধে নির্ধারিত টাকায় টিকিট বিক্রির মানছেনা বেশির ভাগ মালিক। নির্দিষ্ট হয়নি গন্তব্যে যাওয়ার ভাড়াও। সদরঘাটের লঞ্চে ওঠা-নামা আর হরহামেশা এমন হট্টগোলের চিত্র দীর্ঘদিনের। প্রতিনিয়ত এই ভোগান্তিযাত্রার অবসান ঘটাতে বেশ ক’মাস আগে টার্মিনালের নতুন ভবনে বিআইডব্লিউটিএ তৈরী করেছে অনেকগুলো কাউন্টার। যাত্রীদের সঙ্গে মালিকপক্ষের প্রতারণা বন্ধে টিকিট কাটার নিয়ম বেঁধে দিয়েছিল সদরঘাট বন্দর কর্তৃপক্ষ। লাগেজ নিয়ে টানা হেঁচড়া আর ইচ্ছেমতো ভাড়া আদায় বন্ধের সেই নিয়ম মানছেন না প্রভাবশালী লঞ্চ মালিকেরা। ফাঁকা পড়ে আছে সবগুলো কাউন্টার। এসব নিয়ে কোন বক্তব্য নেই মালিকপক্ষের। যাত্রীরা বলছেন, কাউন্টার থেকে টিকিট কাটা শুরু হলে দূর হবে তাদের দীর্ঘদিনের ভোগান্তি। অবিলম্বে বিআইডব্লিউটিএ’র নিয়ম বাস্তবায়নের দাবি তাঁদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি