ভোটের আগেই যশোরে ছিটকে গেলেন ১৮ প্রার্থী
প্রকাশিত : ১০:১৬, ৪ ডিসেম্বর ২০২৩
যশোরের ৬টি আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৪৬ জন প্রার্থী। তবে যাচাই বাছাইয়ে বাতিল হয়েছে ১৮ জন প্রার্থীর মনোনয়ন।
রোবাবর (৩ ডিসেম্বর) বিকাল চারটা পর্যন্ত যাচাই বাছাই করে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। যদিও তাদের আপিলের সুযোগ রয়েছে।
বাতিল হওয়া প্রার্থীদের বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন তালিকার স্বাক্ষর গড়মিল থাকাতে তাদের প্রার্থীতা বাতিল হয়েছে। এছাড়া হলফনামা আয়কর তথ্যের গড়মিলের কারণে অন্যরা বাদ পড়েছেন।
বাতিল হয়েছে যশোর-১ (শার্শা) আসনে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হাসান ও সোহরাব হোসেন, জাতীয় পার্টির আক্তারুজ্জামান।
যশোর -২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে এসএম হাবিবুর রহমান, বিএনএফ প্রার্থী শামছুর হক। যশোর-৩ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ তৌহিদুজ্জামান, তৃর্ণমূল বিএনপির কামরুজ্জামান, জাকের পার্টির মহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ, শহিদুল ইসলাম মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলনের প্রার্থী শেখ নুরুজ্জামান। যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী সন্তোষ কুমার অধিকারী। যশোর-৫ (মনিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন লাভলু, হুমায়ুন সুলতান, কামরুল হাসান বারী ও জাকের পার্টির হাবিবুর রহমান। যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুর ইসলাম ও হোসাইন মোহাম্মদ ইসলাম।
বৈধ প্রার্থীরা হলেন যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্র আশরাফুল আলম লিটন, ও জাকের পার্টির সবুর খান। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আ. লীগের ডা. তৌহিদুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম, জাতীয় পার্টির মুফতি ফিরোজ শাহ, জাকের পার্টির সাফারুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল। যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, জাতীয় পার্টির মাহবুব আলম বাচ্চু, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির অ্যাড. সুমন কুমার রায়।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে আওয়ামী লীগের এনামুল হক বাবুল, স্বতন্ত্র রণজিত কুমার রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুছ, জাকের পার্টির লিটন মোল্লা, জাতীয় পার্টির জহুরুল হক, তৃণমূল বিএনপির এম শাব্বির আহমেদ। যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য, স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী, তৃণমূল বিএনপির প্রার্থী আবু নসর মোহাম্মদ মোস্তফা, জাতীয় পার্টির এমএ হালিম, ও ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নূরুল্লাহ আব্বাসী। যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের শাহীন চাকলাদার, স্বতন্ত্র প্রার্থী এইচএম আমির হোসেন, জাকের পার্টির সাইদুজ্জামান ও জাতীয় পার্টির জিএম হাসান।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, ‘যশোরে ৬টি আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৪৬ জন প্রার্থী। তবে যাচাই বাছাইয়ে বাতিল হয়েছে ১৮ জন প্রার্থীর মনোনয়ন। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর আবেদন করে আপিল করতে পারবেন।’
এএইচ
আরও পড়ুন