ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ভোটের কারণেই হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ সমঝোতা করেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ২৯ মে ২০১৭ | আপডেট: ২১:৪৫, ২৯ মে ২০১৭

ভোটের কারণেই হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ সমঝোতা করেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র নেতারা। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনায় তারা একথা বলেন। উন্নয়নের মিথ্যা তথ্য দিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। 
বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে আলোচনার আয়োজন করে বিএনপি।

আলোচনায় অংশ নেন দলের সিনিয়র নেতারা। তারা বলেন, হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের আতাত প্রমান করে তারা সুবিধাবাদি দল। তবে হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা কোন কাজে আসবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।
সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, সরকার সুপরিকল্পিত ভাবে দেশকে ধ্বংসের পায়তারা করছে। গণতন্ত্রের নামে দেশে এখন একনায়কতন্ত্র চলছে। এই সরকারের আমলে দেশের নয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি।
আগামী নির্বাচন সকল দলের অংশ গ্রহনে সহায়ক সরকারের অধীনে হতে হবে বলেও দাবী করেন বিএনপি নেতারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি