ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ভোটের পরিবেশ অনুকূলে, নির্ধারিত সময়ে তফসিল: ইসি সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২৯ অক্টোবর ২০২৩

নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য প্রস্তুত ইসি, ভোটের পরিবেশও অনুকূলে রয়েছে।

রোববার সকাল ১১টায় চার দেশের সাবেক-বর্তমান প্রধান নির্বাচন কমিশনারদের সঙ্গে ইসির বৈঠক শেষে এসব কথা জানান তিনি। 

নির্বাচন কমিশন ভবনে সিইসি’র সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামের ৯ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি।

বাংলাদেশের নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার আশা তাঁর।

পরে কমিশন সচিব জানান, বৈঠকে বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে মতবিনিময় হয়েছে। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, ভোটের পরিবেশ অনুকূলে রয়েছে। নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করা হবে।

সংবিধান অনুয়ায়ী নির্বাচন কমিশনের প্রস্তুতি এগিয়ে রাখছে বলেও জানান তিনি।

বৈঠকে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি, মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক, শ্রীলংকার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএএল রথনায়েক, নেপালের নির্বাচন কমিশনার সাগুন শামসের জে বি রানা এবং নেপালের সাবেক নির্বাচন কমিশনার মিসেস ইলা শারমা ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি