
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মিথ্যাচার করছে উল্লেখ করে ভোট গ্রহণ শতভাগ সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।
দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ইউপি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতাকে নষ্ট করতেই বিএনপি মিথ্যার আশ্রয় নিচ্ছে। এসময় বিএনপির এই অপ-রাজনীতি প্রত্যাহার করে জনগণকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানান দীপু মনি।