ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ভোট সুষ্ঠু-শান্তিপূর্ণ হচ্ছে, অনিয়ম দেখিনি: ইসি রাশিদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১৭ জুলাই ২০২৩ | আপডেট: ১৫:০১, ১৭ জুলাই ২০২৩

ঢাকা-১৭ উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ অন্যান্য প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন। এদিকে, কেন্দ্র পরিদর্শনের পর ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা।

সোমবার (১৭ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ঢাকা-১৭ আসনের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে চলছে ভোটগ্রহণ। নির্ধারিত সময়ে ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকালের দিকে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার উপস্থিতি।

যোগ্য প্রার্থীকে নিজেদের প্রতিনিধি হিসেবে বাছাই করতে চান ভোটাররা।    

গুলশান মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে।

ঢাকা ক্যান্টনমেন্ট শিশুমঙ্গল আদর্শ বিদ্যালয়ে ভোট দিয়ে জাতীয় পার্টির প্রার্থী মেজর সিকদার আনিসুর রহমান জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। 

স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের কিছু অভিযোগ থাকলেও অন্যান্য প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

এদিকে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, ঢাকার বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম, দু’একটা কক্ষ দেখেছি। আইন-শৃঙ্খলা কাহিনী দেখেছি, প্রার্থীর এজেন্ট দেখেছি। ভোটের পরিবেশ ভালো তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চক্র দেখিনি, পরিবেশ ভালো।

উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত।
 
এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি